বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জনগণের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব মোঃ শামসুল আলম ভাই এর পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ
আজ নগরীর ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে স্থানীয় যাত্রামোহন স্কুল মাঠ প্রাঙ্গনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জনগণের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব মোঃ শামসুল আলম ভাই এর পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান নগর বিএনপি’র নেতা ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জনাব আকতার খানের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুন জামান, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন মুবিন, সাবেক নগর বিএনপি’র সহ-সভাপতি এম এ হালিম। এতে আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মির্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল নাসের সাজ্জাদ, নগর যুবদলের সাবেক সহ যোগাযোগ সম্পাদক মিজবাহ উদ্দিন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, ওয়ার্ড বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ইকবাল শরীফ, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, ওয়ার্ড বিএনপি’র নেতা মোহাম্মদ খান, মোঃ ইদ্রিস, শামীমুল হক, নেজাম সোলায়মান, মোঃ রোবায়েত, সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ফিরোজ খান, মোঃ এমদাদ, মোঃ মিজান, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন মুন্না, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাসান আলী মান্টু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আলম নুরু, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, শহীদুল্লাহ রনি, ইকরাম সিদ্দিক রানা, ছাত্রদল নেতা মোঃ সালমান, আরাফাত, শ্রমিক নেতা রহমান, সুমন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধন মানুষের অন্তর থেকে কু-প্রবৃত্তি দূর করে মানবিক মুল্যবোধ জাগ্রত করে সত্যিকার দ্বীনের পথে ধাবিত হয়। সমাজের দরিদ্র্র অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি ইবাদতের অংশ। বিএনপিসহ অঙ্গসংগঠন সকল নেতাকর্র্মীরা জনগণের কল্যাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছে এবং দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীতেও জনগণের পাশে থাকবে।