বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র সহ-সভাপতি, সদ্য প্রয়াত মরহুম মুহাম্মদ গিয়াস উদ্দীন সিদ্দিকী ও প্রাশিপ’র সদস্য মুহাম্মদ সুফিয়ার সওরীর মা জোহরা বেগমের স্মরণে দোয়া মাহফিল’ ২৫ গত ৪ মার্চ মঙ্গলবার বিকালে জাহাগিরিয়া কমলিয়া হযরত নাদেরুজ্জমান খান (রহ:) হেফজখানা ও ইয়াতিমখানায় মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জিএম শাহাদত হোসাইন মানিকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী। উপস্থিত ছিলেন বাইনজুরি দরবারের মোন্তাজেম মাওলানা আবদুল হাই মুহাম্মদ আছাদুজ্জমান খান, আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ আরকান, মুহাম্মদ ইমরান, জালাল আহমদ, হাফেজ মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম কাদেরী, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ আবুল কাশেম বাবুল, মোহাম্মদ নূর খান, মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ। দোয়া মাহফিলে কর্মসূচীর মধ্যে ছিল, খতমে কুরআন, মিলাদ, জিয়ারত ও দোয়া। মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী।
সকলের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী।