চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, জননেতা আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহচর্যে থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সরকারবিরোধী আন্দোলনের কারণে বিভিন্ন সময় নির্যাতন সহ্য করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে জাতি তাঁর অবদান শ্রদ্ধাচিত্তে স্মরণ রাখবে। আবদুল্লাহ আল নোমান ছিলেন সকলের জন্য একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে তিনি রাজনীতি করতেন।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সৌদি আরবস্থ চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা শাখার উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, মরহুম আবদুল্লাহ আল নোমান এর স্মরণে “স্মরণ সভা ও দোয়া মাহফিলে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এই জাতীয় বীর বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বিভিন্ন সময় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করে চট্টগ্রাম সহ সারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন। তাঁর চিন্তা-ভাবনা, ধ্যান-জ্ঞান, মনন ও জীবনের সমগ্রতাজুড়ে ছিল চট্টগ্রামের উন্নয়ন ও চট্টগ্রামের প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা। চট্টগ্রামের প্রতিটি নেতাকর্মীর সাথে রয়েছে তাঁর অবিছেদ্ধ ভালবাসা, প্রতিশ্রুতি, নিবিড় ও বিশ্বস্ত যোগাযোগ। আমরা এই মহান প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক নোমান ভাই কে জান্নাতবাসি করুক।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির আহবায়ক এম. জহির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা শাখার সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং মক্কা প্রাদেশিক যুবদল এর সহ-সভাপতি নজরুল কবির রুবেল এর সঞ্চালনায় স্মরণ সভায় শামসুল আলম হিমু, তৌহিদুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।