ঈদগাঁওয়ে হেফজখানার ছাত্র নিখোঁজ

সেলিম উদ্দীন, ঈদগাঁও: রাশেদুল ইসলাম রাশেল (৮) নামে এক হেফজখানার ছাত্র বেশকদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় রাশেলের বাবা সালাহউদ্দিন প্রকাশ কালু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন বলে জানান।

রাশেদুল ইসলাম বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরাংমাঠ গ্রামের সালাহউদ্দিন প্রকাশ কালুর ছেলে ও ঈদগাঁও মাইজপাড়া (বলিখেলার পুকুর) হেফজখানার ছাত্র।

নিখোঁজ রাশেলের মামা মোঃ তাহের বলেন, গত ৪/৫ মাস ধরে রাশেল ঐ হেফজখানায় পড়ে আসছিলেন। গত শনিবার দুপুরের দিকে সে হেফজখানা থেকে কাউকে কিছু না বলে পালিয়ে যায়। সম্ভব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কোন সহৃদয়বান রাশেলের খোঁজ পেলে এ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোঃ তাহের (মামা) ০১৮৮৭-৬৬১২৪৬ ও ০১৮১৮-১২৯৪০৩ (বাবা)।