শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের ধানক্ষেত থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে একের পর এক অজগর সাপ উদ্ধার করাতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতির জন্ম নিয়েছে। গত দুদিনে বিশাল আকৃতির ২টি অজগর সাপ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের জমিতে কৃষকরা ধান কাটছিলেন। এ সময় ধানক্ষেতের ভেতর বিশাল আকৃতির একটি অজগর নড়াচড়া করতে থাকে। কৃষকরা ভয় পেয়ে ধান কাটা বন্ধ রেখে চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজনরা ছুটে আসেন। ফোনে খবর দেয়া হয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে। স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে বন বিভাগের কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ইছাপুর থেকে অপর আরেকটি অজগর উদ্ধার করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল জানান, এ অঞ্চলে ব্যাপকভাবে পাহাড় টিলা ধ্বংস করায় বন্যপ্রাণীর খাদ্য সংকট চরমভাবে দেখা দিয়েছে। এতে প্রতিদিনই বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে পড়ছে।

তিনি জানান, বন বিভাগ এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে বড় ধরনের বিপর্যয় আসতে পারে।