ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি এবং তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।। দোয়া মাহফিলে সকল নেতাকর্মী একত্রিত হয়ে দেশনেত্রী ও মানবতার মা বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে আরোগ্য কামনা করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা ঈদগাঁওবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা শ্রমিকদল সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, আজিজুল হক রুবেল, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, মমতাজুল হক, নুরুল হক প্রমুখসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।