কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস (চট্টমেট্রো ব ১১-০৬৭৯) এর ধাক্কায় মোঃ ইলিয়াছ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের সময় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ির সীতার পাহাড় অংশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোঃ ইলিয়াছ শীলছড়ি এলাকার বাসিন্দা এবং মৃত নুর আহামদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, নিহত ওই ব্যক্তি কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শীলছড়ি এলাকায় অবস্থান করছিলেন। এসময় কাপ্তাই থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সৌদিয়া সিল্কি এসি বাসের নিচের লকার খোলা থাকায় চলন্ত অবস্থায় ওই লকারের দরজার সাথে ইলিয়াছ আঘাত প্রাপ্ত হয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ওসি কাই কিসলু জানান, ঘটনার খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু বাস চালক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।











