মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই(রাঙামাটি): রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে চাষীদের মাঝে বারি ছোলা-১০ জাত ও বারী আলু-৭ জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উক্ত গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কার্যালয়ের সামনে রাইখালীর স্থানীয় কৃষক মংফুচিং মারমাকে ছোলা বীজ ৩ কেজি ও আলু বীজ ৪০ কেজি বিতরণ করা হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় বৈজ্ঞানিক সহকারী মোঃ এনায়েত শরীফ ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে স্থানীয় ৪ জন কৃষককে এক বিঘা জমিতে চাষ করার জন্য বারী লাউ-৪ এর বীজ ও সার বিতরণ করা হয়।











