অভিনেত্রী পপির বিরুদ্ধে আইনি নোটিশ

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ‘মানহানিকর’ বক্তব্য দেয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ দেয়া হয়েছে।

মো. তারেক আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তির পক্ষে বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল পপির খুলনা এবং ঢাকার ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ২১ নভেম্বর টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পপি তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ এবং ‘মানহানিকর’ মন্তব্য করেছেন। এতে তারেক আহমেদ চৌধুরীর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এমনকি, নোটিশে পপিকে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জনসমক্ষে বা কোনো মাধ্যমে একই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকার শর্তও দেয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে পপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।