শিকড় চট্টগ্রাম শতভাগ দেশীয় পণ্যের প্রতিষ্ঠান। দেশীয় Gents Clothing ব্রান্ড হিসেবে গত একযুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির চতুর্থ তলায় রোটারিয়ান শাদ ইরশাদ, আব্দুল আজিজ ও মুহাম্মদ সাজিদ এর হাত ধরে “শিকড় চট্টগ্রাম” এর নব যাত্রা শুরু হলো। শো-রুমের শুভ উদ্বোধন উপলক্ষে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত আনন্দ আয়োজনে শামিল হয়েছেন- ফিনলে প্রপাটিজ লিমিটেড কার্যকরী কমিটি পক্ষে ফিনলে সাউথ সিটি শপ ওনার্স এসোসিয়েশন এর সিনিয়র জিএম আব্দুল্লাহ আল নাসের, সাধারন সম্পাদক- আইয়ুব খান, যুগ্ম সাধারন সম্পাদক- শাহরিয়ার হোসেন আবেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলাউদ্দিন চৌধুরী, সিইউজের সহ সভাপতি ও দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, সিইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক রেজা মুজাম্মেল, চট্টগ্রাম সুহৃদের সভাপতি, নোঙর লিমিটেড এর এমডি রোটারিয়ান সাহেদুল আলম, নোঙর লিমিটেড এর পরিচালক রোটারিয়ান সাইফুল আলম শিমুল, মনজিল এর সভাপতি ও সভাপতি ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন আজহারী, শাপলা টেকনোলজির প্রধান এরশাদুল হক, কন্টেন্ট ক্রিয়েটর আসিফ আহমেদ শোভন, ফাহিম শাহরিয়ার (নভরোশ), ইকবাল রাকিব, শিপন, খান্দানি ব্রাদার্স সহ আরো অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
“শিকড় চট্টগ্রাম” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান শাদ ইরশাদ বলেন- আমরা গত একযুগেরও বেশি সময় ধরে শতভাগ দেশীয় কাপড় নিয়ে কাজ করে যাচ্ছি। গুনগত মানের বিষয়ে আমাদের উপর আস্থা রাখার জন্য শিকড়ের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা।
শিকড়ের পরিচালক আব্দুল আজিজ বলেন, আমাদের গ্রাহকদের জন্য উদ্বোধন উপলক্ষে আগামী দশদিন সকল পণ্যে ২০% ছাড় থাকবে।
শিকড়ের পরিচালক মুহাম্মদ সাজিদ বলেন, এতদিন যারা শিকড়ের পাশে ছিলেন, আছেন সকলকে ধন্যবাদ। আশা করবো ভবিষ্যতেও আমাদের পাশে থেকে সাহস যোগাবেন।