সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হলো “ল ফেস্ট ২.০ ও বিদায় অনুষ্ঠান ২০২৫”। দিনব্যাপী নানা আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ও প্রাণবন্ত আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হেমায়েত উদ্দিন, সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার এ.এফ.এম মোদাচ্ছের আলী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সভাপতি , চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আইনজীবী সমিতি; মোহাম্মদ নাজমুল হাসান সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল; মোহাম্মদ আশরাফ হোসাইন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং সাজ্জাদ শরীফ, সভাপতি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই এসোসিয়েশন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ।
অতিথিদের বক্তব্যে আইনের শুদ্ধ চর্চা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা এবং আইন শিক্ষার আধুনিক বাস্তবতা তুলে ধরা হয়। বক্তৃতা শেষে প্রধান অতিথির হাতেই উন্মোচন করা হয় আইন বিভাগের বার্ষিক ম্যাগাজিন।
আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান অতিথি মোহাম্মদ হেমায়েত উদ্দিন ভবিষ্যৎ আইনজীবী ও বিচারক হওয়ার স্বপ্নে এগিয়ে চলা শিক্ষার্থীদের ন্যায়, নৈতিকতার প্রতি অটল থাকার আহ্বান জানান।











