বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে মুহাম্মদ নুরুন্নবী (৪৮) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধীনস্থ নিকুনছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ৪২ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। আহত নুরুন্নবী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ পিলার এলাকায় পাখি শিকার করতে যান নুরুন্নবী। এক পর্যায়ে তিনি মিয়ানমারের অভ্যন্তরে একটি জঙ্গলে ঢুকে পড়ে। এসময় পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়।

স্থানীয়দের বরাতে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানান, পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে নুরুন্নবী নামে ১ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে এলাকাবাসী সহযোগিতায় কক্সবাজার জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।