মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় মিরসরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদে আসর মিরসরাই থানা মসজিদে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, ছুট্টু কমিশনার, বিএনপি নেতা রিদেয়ান হোসেন, নুর মোহাম্মদ, শেখ আহম্মদ, জাফর ইকবাল, জিয়া উদ্দিন বাবলু, বিএনপি নেতা সোহাগ, মো. নওশা, মো. বাদশা, হারুন অর রশিদ, এবাদ হোসেন ননাই, জসীম উদ্দিন, সুমন, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক কামরুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মুহাম্মদ মাসুম, সদস্য সচিব ইনজামামুল হক ইমন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।











