প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’: ড. সালাউদ্দীন আলী

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এ উদ্যোগের অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে সম্প্রতি ২৩ নভেম্বর (রবিবার) বাংলাদেশ সময় রাত ১০ টাই আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সালাউদ্দীন আলী।

বৈঠকে ড. সালাউদ্দীন আলী জানান, ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ অ্যাপটি এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউএইসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, সময় বাছাইয়ের বাধ্যবাধকতা ছাড়া ২৪/৭ সেবা গ্রহণের সুযোগ এবং সাশ্রয়ী খরচ—এ প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য। তিনি জানান, শুধু অনলাইনভিত্তিক নয়—প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা নিকটস্থ সেন্টার থেকেই প্রাথমিক সেবা পেতে পারেন।

ড. সালাউদ্দীন আলী বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা প্রায় ১৪ লক্ষ বাংলাদেশি কর্মী শুধু ইউএই-তেই কাজ করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং প্রবাসে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।” তিনি আরও জানান, ডরমিটরিতে বসবাসরত শ্রমিকরা আবেদন করলে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পেতে পারবেন। তাদের আবাসিক হলরুমে বড় স্ক্রিন বা টিভি মনিটর স্থাপন করে একসঙ্গে একাধিক কর্মীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ জানিয়েছে, তারা এমন একটি বাজার নীতি প্রণয়নে কাজ করছে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসীরা সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপটি ব্যবহার করে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানু, সাংবাদিক শিবলী আল সাদিক ও মোদাচ্ছের শাহ, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান মনুজ, আব্দুর রহিম মানিকসহ অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন প্রবীণ চিকিৎসক ডা. মেজবাহ, ডা. খান, ডা. রিপা তারা ফেরদৌস, ডা. সুস্মিতা, ডা. সামিয়া ও ডা. আফসানা শামীম মৌলি।

ড. সালাউদ্দীন আলী সরকারের সহযোগিতা কামনা করে বলেন, “ইউএই-তে অবস্থানরত বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রবাসে থাকা দক্ষ চিকিৎসকদের কর্মপরিধি সম্প্রসারণে অ্যাপটির ব্যবহারকে উৎসাহিত করতে দূতাবাসের সদয় অনুমতি ও সহায়তা কামনা করছি।”