শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দিয়ে সিএনজি অটোরিক্সায় করে পাহাড়ী চেলাই মদ পাচারকালে (২৪ নভেম্বর) সোমবার ভোরে কাপ্তাই মহাসড়কের রাউজানের চুয়েট পুলিশ ফাড়ীর পুলিশ পাহাড়ী চেলাই মদ ভর্তি সিএনজি অটোরিক্সা আটক করে।

সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশী করে বস্তাভর্তি ৬০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্বার করে আবুল মনসুর (২৫) ও রবিউল ইসলাম (২১) কে আটক করে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন দু মাদক ব্যবসায়ীর বিরুদ্বে মাদক দ্রব্য আইনে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে । দু মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।











