বালু উত্তোলন: হালদায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড

শফিউল আলম, রাউজানঃ প্রাকৃতিক মৎস প্রজনন হালদা নদীতে রাউজান হাটহাজারী ও নগররীর মোহরা অংশে হালদা নদীর মোহনায় চলছে ড্রেজার দিয়ে পাওয়ার পাম্প দিয়ে বালু উত্তোলন। চলছে জাল দিয়ে ও বড়শী দিয়ে মাছ শিকার।

এতে হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে । হালদা নদীতে রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, নৌপুলিশ, মৎস অধিদপ্তর প্রতিনিয়ত অভিখযান চালিয়ে বিপুল পরিমান জাল ও বড়শী উদ্বার করে আগুন দিয়ে পুড়িয়ে ধংষ করা হলে ও মাছ শিকার বন্দ্ব হয়নি। হালদা নদীর মোহনা কালুরঘাট থেকে শুরু করে রাউজানের কচুখাইন, মোকামী পাড়া, দেওয়ানজি ঘাট, সার্কদা, হার পাড়া, উরকিরচর সওদাগর পাড়া, পশ্চিম আবুর খীল, নাপিতের ঘাট, মগদাই, কাসেম নগর, কাগতিয়া, পশ্চিম বিনাজুরী, দক্ষিন গহিরা, মোবারক খীল, পশ্চিম গহিরা, অংকুরী ঘোনা বদুর ঘোনা, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, নদীম পুর, ইান্দরা ঘাট, তেলপারই, পশ্চিম ফতেহ নগর, হাটহাজারীর দক্ষিন মার্দ্রাসা, বাড়ীঘোনা, মাছুয়া ঘোনা, আমতোয়া, মাদ্রাসা, পোড়ালীর মুখ, সর্তার ঘাট, ছিপাতালী. লাঙ্গলমোড়া, চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় ড্রেজার ও পাওয়ার পাম্প বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। হালদা নদীতে মাছ শিকার ও বালু উত্তোলন করার ফলে হালদ;া নদীতে গত কয়েক বৎসরে মারা গেছে ৫০টি ডলফিন, ও কয়েক শতাধিক মা মাছ।

এছাড়া হারধা নদীর মধ্যে জেগে উঠা ছায়ার চর. হালদার চর থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে যান্ত্রিক নৌযানে করে চর কাটা মাটি ইটের ভাটা ও বিভিন্ন এলকায় ভরাট কাজে বহন করছে।

২৪ নভেম্বর (সোমবার) হালদা নদীতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তালন করার সময়ে গোপনে সংবাদ পেয়ে হাটাহাজারী উপজেলা সহকারী কমিশনার ভুমি নিবাহী ম্যজিস্ট্রেট শাহেদ আরমান নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে তিনজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শওকত আলী ।অ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার নিবাহী ম্যজিস্ট্রেট শাহেদ আরমান বলেন হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।