চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর পুটিবিলা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লোহাগাড়ার পুটিবিলা সড়াইয়া বলির জুম রহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও মাস্টার আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মু. নাজিম উদ্দিন।
বক্তব্য রাখেন- পুটিবিলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মু. আবছার উদ্দিন, মাওলানা মু. এরশাদ, মাওলানা ওসমান গণি, মুন্সী মো. শাহজাহান, কাইসার হামিদ ও মাস্টার তারেক হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে পুটিবিলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মু. আবছার উদ্দিন ৯নং ওয়ার্ড যুব বিভাগের ১৯ সদস্য কমিটি ঘোষনা করেন।