বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন, চলার পথ যতই কণ্টকাকীর্ণ হোক না কেন, যতই বাধা-বিপত্তি আসুক না কেন, যুবসমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্পেইন-২০২৫’ উদ্বোধনী শেষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলায় ৭টি উপজেলায় প্রত্যেক যুবককে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। চলার পথ যতই কণ্টকাকীর্ণ হোক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধা অতিক্রম করে যুবসমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। বান্দরবানের উৎপাদিত কৃষিপণ্য থেকে শুরু করে যুবসমাজের সৃজনশীল কার্যক্রম, শিক্ষা-দীক্ষা যুবসমাজকে এমনভাবে অর্জন করতে হবে, যাতে তারা জাতীয়ভাবে অংশীদারিত্বে সমৃদ্ধি অর্জন করে উন্নয়নে অবদান রাখতে পারে। আজকের যুবক আগামী দিনের কর্ণধার হবে, উল্লেখ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
আস্থার দীপ্তি, তারুণ্যের শক্তি শ্লোগানে ‘ইয়ুথ ক্যাম্পেইন- ২০২৫’ যুব গ্রুপ ও আস্থা নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এবং রূপান্তরের সহযোগিতায় গ্রাউস, বান্দরবান এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। গ্রাউস নির্বাহী পরিচালক চাই সিং মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, ম্যা ম্যা নু মারমা, মো. নাছির উদ্দিন, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি অং চ মং মারমা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, অডিট ম্যানেজার মো. মোস্তফা কামাল, গ্রাউস এর উপনির্বাহী পরিচালক চিৎময় মুরুং। রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলিকদম, নাইক্ষংছড়ি এবং বান্দরবান সদর উপজেলার যুব গ্রুপের সদস্যসহ জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তার আগে সকালে বেলুন, পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার মাধ্যমে দিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্পেইন – ২০২৫’ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিকেলে ইয়ুথ সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।