মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে এস এম ফজলুল হক এর শোক

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, (চাকসু’র সাবেক ভিপি) মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক।

এক শোকবার্তায় জনাব ফজলুল হক বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ত্যাগী ও বর্ষিয়ান রাজনীতিবিদ।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী হিসাবে মানুষের অধিকার, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছেন তিনি।
স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এ নেতা বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন।

দেশপ্রেমিক হিসেবে জাতির ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি পুনর্গঠনের তার অবদান দলের নেতাকর্মীদের হৃদয়ে লেখা থাকবে।

সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন।

অসুস্থ শরীর নিয়েও জনাব তারেক রহমানের নেতৃত্বে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি।
চট্টগ্রামের মানুষের কাছে নোমান ভাই হিসেবে বেঁচে থাকবেন তিনি।

জনাব ফজলুল হক বলেন তার মৃত্যুতে দেশের ও দলের জন্য যে অপূরণীয় ক্ষতি হলো যা সহজে পূরণ হওয়ার নয়।

আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।