বুধবার(২৬ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ইউনিটের।
একুশ সদস্যবিশিষ্ট এই ইউনিটের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী মো: তাসফিকুর রহমান। কমিটির মেয়াদ হবে এক বছর।
সিভাসু অডিটোরিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিভাসু ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক।