চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে দুবাই থেকে আগত দুইজন যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG 148 এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, অভিযান পরিচালনা করেন বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান দুই যাত্রী মো. ফখরুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে তাদের ব্যাগেজ তল্লাশি করে যৌথ টিম ১৯৯ কার্টন সিগারেট (মন্ড) এবং ২৫০ পিস আমদানি-নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের আনুমানিক রাজস্ব মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। এগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।