মিরসরাইয়ে চলন্ত গাড়িতে মৌমাছির আক্রমণ, ৩ শিক্ষার্থী আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসার চলন্ত গাড়িতে মৌমাছির আক্রমণে তিন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে ১০ বছর বয়সি মোহাম্মদ মারুফ, মোহাম্মদ হানিফের ৮ বছর বয়সি ছেলে আবু ওমর এবং আসিফ খানের ৬ বছর বয়সি ছেলে আনাস খান। তিনজনই মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদ্রাসার গাড়িটি শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। গাড়িটি সোনাপাহাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কোথা থেকে উড়ে আসা মৌমাছির ঝাঁক শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে তিন শিক্ষার্থী বেশি আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মাদ্রাসার শিক্ষক আব্দুর রব বলেন, ‘ঘটনার পরপরই গাড়ি ও আহতদের হাসপাতালে নিয়ে যান চালক। যাবতীয় চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মৌমাছির কামড়ে আহত তিন শিক্ষার্থীকে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।