অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ে ২৪ ফেব্রুয়ারি

অবশেষে বিয়ের পিঁড়িতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে দীর্ঘদিন ধরে চর্চিত প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবকে আজ বিয়ে করছেন অভিনেত্রী।

ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে আক্‌দ সম্পন্ন হয় এ জুটির। দীর্ঘ সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

তাই মিডিয়ায় মেহজাবীন ও রাজীবের প্রেমের সম্পর্কের গুঞ্জন চলে দীর্ঘ সময়। তবে সব সময়ই এ দুই সেলিব্রেটি বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন।

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

একটি বিশ্বস্ত সূত্র বলছে, মেহজাবীনের গায়ে হলুদে উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক আমন্ত্রিত অতিথিদের একজন বলেন, মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠানে ২৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। গায়ে হলুদের দিন মেহজাবীন লেহেঙ্গা ও আদনান পাঞ্জাবি পড়েছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে বসছে বিয়ের আসর। নজর কাড়া লুকে বিয়ের আসরে হাজির হবেন নতুন এ জুটি এমনটাই প্রত্যাশা করছেন অতিথিরা।

প্রসঙ্গত, ছবি না তোলার কড়াকড়ি নির্দেশনা ও অনুরোধ থাকায় আমন্ত্রিত অতিথিদের কেউই আকদ, গায়ে হলুদ ও বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। তবে অনুষ্ঠান শেষে মেহজাবীন নিজেই ফেসবুকে সব ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করবেন বলে জানিয়েছেন অতিথিরা।