সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিদর্শন করেছেন টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি।
১৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ২ টি সহ ব্যবস্থাপনা কমিটির প্রায় ৪০ জন নারী- পুরুষ এতে অংশ নেন।

এসময় তারা মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী গর্জন বাগান, লেক ও ইকো ট্যুরিজম ঘুরে দেখেন। পরে বননির্ভরশীল জনগোষ্ঠীকে বন থেকে ফিরিয়ে এনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা স্বাবলম্বী নারীরদের তৈরী টুপি, নকশিকাঁথা ও বাঁশের তৈরী নানা পণ্য সামগ্রী প্রদর্শিত করা হয়।
মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শনকালে রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল বনবিভাগের সহকারী বনসংরক্ষক আশিকুর রহমান চৌধুরী।
এসময় মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি শফিকুর রহমান, সদস্য সেলিম উদ্দিন,টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি লাল মিয়া, দোখলা সিএমসি সভাপতি আবদুল মোতালেব ও নেকম ফিল্ড ফ্যাসিলেটর নারগিস আক্তার বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, মধুপুর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, মেদাকচ্ছপিয়া বনবিটের এফজি সুমন ইসলাম, শামিম মিয়া, হেডম্যান মকতুল হোসেন ও সিপিজির নুরুল হোসাইন বাবুলসহ পাহার দলের সদস্যরা
উপস্থিত ছিলেন।











