ঈদগাঁওয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গরীব ও মোধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।

১৫ নভেম্বর (শনিবার) দুপুরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ফরেষ্ট অফিস সংলগ্ন মোহাম্মদীয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার প্রায় ১৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রচার সম্পাদক রেজাউল কবির রাকিব ও সমাজকল্যাণ সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম প্রমুখসহ মাদরাসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কার্যকরী পরিষদ কর্তৃক ঘোষিত শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির তৃতীয়তম বিতরণ এটি। আগামীতে পুরো উপজেলাজুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।