কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে এবং এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকাণ্ডে বাজারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।











