বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর প্রধান খালেকুজ্জামান ভূঁইয়া বলেছেন, ক্ষমতার হাতবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা তার পরিবারের সম্পদ বানিয়েছিলেন। অথচ এটি ছিল পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এক জনযুদ্ধ। সেই যুদ্ধে অসংখ্য মানুষ আত্মাহুতি দিয়েছিলেন। যুদ্ধটি ছিল পাকিস্তানি শোষকের বিরুদ্ধে এই দেশের মুক্তিকামী মানুষের।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত বাসদ জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার স্মরণে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেকুজ্জামান ভূঁইয়া।
খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতার পর তা গণমানুষের উপকারে আসেনি। ক্ষমতা ভাগাভাগি আর লুটপাটের রাজনীতি চলেছে। আবার ধর্ম নিয়েও রাজনীতির পাঁয়তারা চলছে। তবে বাঙালি তার স্বাধীনতা রক্ষায় এখনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘বাঙালি হার মানতে শেখেনি। বারবার হোঁচট খেলেও ঘুরে দাঁড়াতে শিখেছে। শাহজাহান তালুকদার চাঁদপুরে কৃষক, শ্রমিক, গরিব, দুঃখী, মেহনতী মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। কখনো নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করেননি। তার এই আত্মত্যাগ চাঁদপুরের মানুষ আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সংগঠক আব্দুল আজিজ।
এতে আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শ্যামা পদ বুলু, বিশিষ্ট আইনজীবী শীতল ঘোষ, সিপিবির জেলা সভাপতি জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্টজনেরা।
চাঁদপুর ছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় নেতাকর্মীরা শোকসভায় অংশ নেন।
চাঁদপুরের পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত শাহজাহান তালুকদার গত ২২ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।











