খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কারাগারের ভেতরের এক পাশের দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলার আসামি, আর রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।











