চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, ক্রীম ও মোবাইল-ল্যাপটপ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রীম, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করেছে এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০:৪৫ ঘটিকায় দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG148 এ আগত মোহাম্মদ গিয়াস উদ্দিন (পাসপোর্ট নং: EH-0943821) এর নিকট থেকে কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্তৃক যৌথ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ৫ কার্টুন সিগারেট ১৭ হাজার ৫০০ টাকা, ১২ পিস বিউটি ক্রিম ৪ হাজার ২০০ টাকা, ৬টি মোবাইল ৩ লাখ ৩০ হাজার টাকা, ১টি ল্যাপটপ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, যাত্রীর গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম।

উদ্ধারকৃত সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।