রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অদুদ স্মৃতি সংঘের কার্যকরী কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা ৩১ অক্টোবর শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে স্থানীয় নোয়াজিষ্পুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য কাজী নজরুল ইসলাম, জামশেদুর আলম চৌধুরী, সেকান্দর চৌধুরী, সাবেক সভাপতি কাজী মঈনুদ্দিন, মুহাম্মদ আলী সিকদার, জানে আলম চৌধুরী, অর্জুন কান্তি নাথ, মনিরুল হক চৌধুরী, জামাল উদ্দিন সিকদার, মু. আবুল হোসেন, মুহাম্মদ লোকমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে চিত্রশিল্পী কাজী মুহাম্মদ মনসুর মাহমুদকে সভাপতি, মুহাম্মদ আবদুল হাকিম সিকদারকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ফাহাদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।











