শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন এলাকাায় সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্টানের আঙ্গিনায়, বাড়ী ঘরের আঙ্গিনায় রাউজানের পাহাড়ী এলাকা পাহাড়তলী ইউনিয়নের উনমত্তর পাড়া, মহামুনি, কদলপুর ইউনিয়নের দক্ষিন জয়নগর, ভোমর পাড়া, কমলার টিলা, দক্ষিন শমশের নগর, শমশের নগর, কালকাতর পাড়া, রাউজান ইউনিয়নের ভোমর ঢালা, পুর্ব রাউজান, রানী পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুর্ব রাউজান, ঢালার মুখ, চিকন ছড়া, পশ্চিম রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, হিংগলা, সুড়ঙ্গা, রাধামাধবপুর, সিংহরিয়া, হলদিয়া ইউনিয়নের জানিপাথর, গলাচিপা, পাচঁপুকুরিয়া, বৃকবানপুর, বানারস, বৃন্দ্বাবকনপুর, ওয়াহেদ্যা খীল, এয়াসিন নগর, উত্তর সর্তা, হলদিয়া এলাকায় পাহাড় টিলা ভুমিতে ব্যক্তিগত ভাবে গড়ে তোলা মিশ্র ফলের বাগান ও আম বাগানের আম গাছে আমের মুকুল এসেছে ।
রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর বড়ুয়া পাড়া সড়কের পাশে রোপন করা ুিবভিন্ন প্রজাতির আম গাছে এসেছে আমের মুকুল । রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদ ভবন ও ইউনিয়ন পরিষদের আঙ্গিণায় গড়ে তোলা ফল বাগানের মধ্যে আম গাছে আমের মুকুল দেখা যায়। নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ সংগ্লন্ন ঈশা খা দিঘির পাড়ে গড়ে তোলা আম বাগান, চিকদাইর ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে ও আঙ্গিনায় গড়ে তোলা আম বাগান এর আম গাছে আমের মুকুল এসেছে চোখে পড়ার মতো। রাউজান নোয়াপাড়া সড়কের পাশে রোপন করা সারি সারি আম গাছে উত্তর গুজরা এলাকায় আম গাছে এসেছে আমের মুকুল।
রাউজানে সরকারী বেসকারী প্রতিষ্টান ও শিক্ষা প্রতিষ্টান, এলাকার ধনাঢ্য পরিবারের পাকা ভবনের ছাদে গড়ে তোলা মিশ্র ফলের বাগানে আম গাছে আমের মুকুল এসেছে । আম গাছের মুকুল আসার পর আম গাছের মুকুল এলাকায় সৌন্দয্যের শোভা ছড়াচ্ছে । কয়েকটি এলাকায় আম গাছের মুকুল নষ্ট না হওয়ার জন্য স্প্রে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে আম গাছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, গত কয়েক বৎসর থেকে রাউজানের বিভিন্ন এলাকার সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্টানের আঙ্গিণায় ও ছাদে, বেসকারী ভাবে গড়ে তোলা আম গাছ থেকে কীটনাশক ব্যবহার ছাড়া ফরমালিন বিহীন, উৎপাদিত বিভিন্ন প্রজাতির আম রাউজানে আমের চাহিদা পুরণ করে বেসকারী ভাবে গড়ে তোলা আম বাগান থেকে উৎপাদিত আম চট্টগ্রাম শহরের ফলের আড়তে বিক্রয় করছে বাগানের মালিকরা । রাউজানের আম গাছের মুকুল পরিচর্যা করতে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাজ করছে । এবৎসর ও রাউজানে আমের ফলন ভাল হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার মাসুম কবির ।