খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ১৪ জন গ্রেফতার হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট ৩২ জন সন্ত্রাসী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম ইনক, মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ, আচালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্লাহ।
এছাড়া রয়েছে খাগড়াছড়ির ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সবুজ ভুঁইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ পাটোয়ারী, সদস্য মো. আলমগীর হোসেন, দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সুমন গাজী, কবাখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. আসিফ, গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া এবং মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গ্রেফতারের জন্য অভিযান চলবে। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।