চট্টগ্রামে বিকেটিটিসিতে স্কিল-আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর

কক্সবাজারে নারীদের ও তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করলো ব্র্যাক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তারিখে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), চট্টগ্রামে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) এবং বিকেটিটিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর ও ‘স্কিল-আপগ্রেডেশন প্রশিক্ষণ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া, প্রিন্সিপাল, বিকেটিটিসি চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, ডেপুটি প্রজেক্ট লিড, আইএসইসি প্রকল্প; মশিউর রহমান, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এনামুল হক, ব্রাক ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর এবং উক্ত ‘স্কিল-আপগ্রেডেশন প্রশিক্ষণ’ কার্যক্রমের ব্রাক এর পক্ষে স্কিল কোওর্ডিনেটর মোঃ ইউসুফ ও বিকেটিটিসি চট্টগ্রাম এর পক্ষে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ফোকাল পার্সন মোঃ ইমরান চৌধুরী ।
এছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান অনলাইনে যোগদান করে বিএমইটি এর প্রতিনিধি হিসেবে সকলের উদ্দেশ্যে উনার বক্তব্য উপস্থাপন করেন।

এই নতুন উদ্যোগের অধীনে, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (MSMEs)-এর অংশগ্রহণকারীদের জন্য বিটিটিসিতে একটি ৫ দিনের হ্যান্ডস-অন স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ প্রদান করা হবে, যা তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া বলেন, “উদ্যোক্তাদের বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তারা বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যা আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্র্যাকের আইএসইসি প্রকল্পের প্রকল্প প্রধান খোন্দকার ফখরুল আলম বলেন, “আমরা এই চুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। এই কার্যক্রম MSMEs-দের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিভিন্ন অকুপেশনের প্রশিক্ষণার্থীবৃন্দ তাদের অভিমত ও মতামত উপস্থাপন করতে গিয়ে বলেন এই ধরণের প্রশিক্ষণ তাদের দক্ষতাকে আরো বেশি শানিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবণকে করবে আরো সমৃদ্ধশালী।
এই অনুষ্ঠান BRAC এবং BKTTC এর মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।