সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তর ও সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের মধ্যে সমঝোতা চুক্তি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন দন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তর এবং সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিক-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার(২২ এপ্রিল) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষার্থীরা উক্ত ক্লিনিকে বিশেষ ছাড়ে ওরাল ও ডেন্টাল সার্জারি সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পিতা-মাতাও এই সুবিধার আওতায় থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের প্রতিনিধি ডা. মিজানুর রহমান এবং সিভাসু’র সকল অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতাই তাদের একাগ্রতায় ও সাফল্যে অনুঘটক হিসেবে কাজ করে। এ লক্ষ্যে এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে’।

উল্লেখ্য, এই সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।