চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা অটোরিকশা চালক সমবায় সমিতির মিলাদ মাহফিল ও ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২১ এপ্রিল) উপজেলার গাছবাড়ীয়ায় সিএনজি ষ্টেশন সংলগ্ন পুরাতন কলেজ গেইট চত্বরে সমিতির আয়োজনে গাউছিয়া চক্ষু সেবা কেন্দ্রের সহযোগিতায় সকাল থেকে চক্ষু শিবির ক্যাম্পে চোখে ছানি পড়া ও নেত্রনালী বন্ধ রোগী বাছাইকরণসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে প্রতি বছরের ন্যায় সন্ধ্যা থেকে রাতব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস ও মোস্তাক আহমদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভা এলডিপি’র সভাপতি আলহাজ্ব আইনুল কবির।
উদ্ভোধক ছিলেন, সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ আলমগীরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে আলহাজ্ব আব্দুল মাবুদ চৌধুরী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নুরুজ্জামান, সাংবাদিক ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ কমরুদ্দিন। প্রধান বক্তা ছিলেন, অধ্যক্ষ মাও. হাসান রেজা আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা হাফেজ ক্বারী আব্দুল কাদের সিরাজী প্রমুখ।
এসময় সমিতির কর্মকর্তা, সকল সদস্য স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আল্লামা সোলাইমান ফারুকী। দোয়া ও মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।