ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ীরা রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকাল ১০ টায় ট্রফি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিইউডিএস-এর উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, দলের সদস্য এরফান অপূর্ব, আবরার ফাইয়াজ, রাজিউর রহমান আরিফ ও সংগঠনের ২৬তম কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-এর রানার্সআপ হওয়ার গৌরব অর্জনে বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের নিয়মিত বিতর্ক চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ১১ ও ১২ এপ্রিল ২০২৫ তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল রানার্সআপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় ২য় ও ৩য় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন যথাক্রমে এরফান অপূর্ব ও আবরার ফাইয়াজ। চূড়ান্ত পর্বে এরফান অপূর্ব শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।