চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ীরা রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় ট্রফি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলের সদস্য মো. সাদিক রহমান, শেখ সাদিয়া সিদ্দিকা ও মো. আরাফাত ইসলাম রিফাত উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) রানার্সআপ হওয়ায় বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের নিয়মিত বিতর্ক চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ১৪ থেকে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ রাউন্ড বিতর্ক শেষে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।