৬ দফা দাবির সমর্থনে কাপ্তাই সুইডেন পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): হাইকোর্টে অকারিগরি ক্রাফটদের করা রিটের রায়ের প্রতিবাদে এবং ৬ দফা দাবি আদায়ের সমর্থনে কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সড়কের পাশে ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএসপিআই’র ইলেক্ট্রিক্যাল বিভাগের ৭ম সেমিস্টারের মোহাম্মদ মাসুম,রিসাদ মাহমুদ, শহীদুল্লাহ কায়সার, মোজাহিদুর রহমান নকিব ও মোহাম্মদ রিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাই লগগেইটে এসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের দুইপাশে অবস্থান নেয়। কর্মসূচীতে প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, দাবী আদায়ে আমরা বিএসপিআই’র শিক্ষার্থীরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।