চকরিয়ায় নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার ফাঁদ, দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়ায় নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতি গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ( ১৮ এপ্রিল) রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, পিবিআইয়ের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওই দম্পতি হলেন, কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনয়িনের বাসিন্দা মোস্তাজ উদ্দিনের ছেলে মো. মিজান (৩৬) ও তার স্ত্রী মৌসুমি বেগম (২৭)। আটক মিজানের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রতারণাসহ আরো ছয়টি মামলা রয়েছে।

(১৯ এপ্রিল) শনিবার দুপুর ১২টার দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা ও থানার ওসি মো. শহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।

৯ ঘন্টার সাধারণ সভায় সিদ্ধান্ত / ‘চল্লিশের নিচে কেউ এনসিপির আহ্বায়ক হতে পারবে না’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় একটি ভিডিওর দোকান থেকে ক্যামেরা ভাড়া চায় ওই দম্পতি। এক পর্যায়ে তাদের কথাবার্তা সন্দেহ জনক হয়। দোকানের কর্মচারী ইতিপূর্বে ওই দম্পতির ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার বিষয়টি অবগত হলে তাদের পাকড়াও করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তারা তাদের অপকর্মের বিয়ষটি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

ওসি আরো জানায়, তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি, রাজবাড়ি সদর থানায় একটি ও মাদারীপুরের শিবচর থানায় একটি ও কুষ্টিয়া সদর থানায়, পাবনা সদর থানায় ও কিশোরগঞ্জ থানায় মামলা রয়েছে।

এ ঘটনায় চকরিয়া থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।