বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ স্মরণসভা ও জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহ নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ২:৩০ টায় অনুষ্ঠান শুরু হবে।
স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান অতিথি এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনার সক্রিয় অংশগ্রহণ এ উদ্যোগকে সফল ও সার্থক করবে। জুলাই বিপ্লবের চেতনায় সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক শোষণমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ।