সেন্টমার্টিন দ্বীপে অগ্নিদুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টিতে মহড়া

দেশে পর্যটকদের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিদুর্ঘটনা রোধ এবং সচেতনতা সৃষ্টিতে মহড়া চালিয়েছে কোস্টগার্ড।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড স্টেশনের মাঠ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, সেন্টমার্টিন পর্যটনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে দ্বীপটিতে প্রতিদিনই হাজারো পর্যটকের আনাগোনায় মুখর থাকে। গত ১৪ জানুয়ারি দ্বীপে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এ নিয়ে দ্বীপের বাসিন্দাসহ পর্যটকদের মাঝে ভীতি বিরাজ করছে।

বিষয়টি বিবেচনা করে দ্বীপবাসীর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড অগ্নিদুর্ঘটনা রোধ এবং সচেতনতা সৃষ্টিতে এই মহড়ার আয়োজন করেছে বলে জানান লে. কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে অবস্থানকারী কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন, কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ও ফায়ার সার্ভিস স্টেশন যৌথভাবে এ মহড়াটির আয়োজন করেছে। মহড়ায় কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি দ্বীপের বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি, রিসোর্ট মালিক, পুলিশ, নৌপুলিশ ও বিজিবির সদস্যরাও অংশগ্রহণ করেছেন।

মহড়া শেষে অংশীজনদের নিয়ে পরামর্শমূলক সভা অনুষ হয়েছে বলে জানান, লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।