আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণভাবে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে গ্রেফতারপূর্বক সর্ব্বোচ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র-জনতা ব্যানারে খাগড়াছড়িতে এ কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ছাড়া বিভিন্ন উপজেলা থেকে গাড়িতে করে সাধারণ ছাত্র-ছাত্রীরা জরো হয়। পরে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থী হ্লাব্রে মারমা সভাপতিত্বে শিক্ষার্থী উক্যনু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাধারণ শিক্ষার্থী নেপুলিয় চাকমা, সাধারণ শিক্ষার্থী টুশিটা চাকমা, সাধারণ শিক্ষার্থী নয়ন ত্রিপুরা, সাধারণ শিক্ষার্থী অংশোয়ে সিং মারমা, সাধারণ শিক্ষার্থী বাবু চাকমা।
বক্তারা বলেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে দেওয়ায় তার প্রতিবাদে গতকাল ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে সেখানে কিছু উগ্রবাদী আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। দ্রুত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি প্রধান করতে হবে।