প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘অন্তভূর্ক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে বিকশিত করা’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর উদ্যোগে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
চবি উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের সহযোগিতা পেলে আমাদের মত যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। উপাচার্য ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাই তাদেরকে পর্যাপ্ত পরিসরে সহযোগিতা করতে। কিন্তু আমাদের সীমিত সম্পদের মধ্যে সবকিছু আমরা করতে পারছিনা। তাই আপনারা প্রতিবন্ধীদের সহযোগিতায় যে হাত বাড়িয়েছেন, এজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাচার্য প্রতিবন্ধীদেরকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সমাজের মুল স্রোতে অংশগ্রহণ করে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান। উপাচার্য কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। তাদেরকে সমাজে অবহেলার চোখে না দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবসম্পদে রূপান্তর করে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করার ব্যবস্থা করতে হবে। বর্তমান প্রশাসন প্রতিবন্ধীদের জন্য আবাসিক হলে শতভাগ আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাদের প্রতিবন্ধকতা কাটাতে চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। একইসাথে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর পরিচালকের প্রতিনিধি ব্যারিস্টার রিয়াজুল করিম।
প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন ভুইয়াঁর সভাপতিত্বে এবং থার্ড আই এর চীফ ডিরেক্টর সাবিরা আহমেদ সারা ও সংগঠনের শিক্ষা, সাহিত্য ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ খায়রুল হাসান।