কুতুবদিয়ায় নিহত ও নিখোঁজ জেলে পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার নিহত বাক প্রতিবন্ধী মো: শাহরিয়ার (২২) ও নিখোঁজ দুই-জেলে পরিবারের মাঝে দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

নিখোঁজ দুই জেলে হলেন,দক্ষিণ ধূরুং ইউনিয়নের মানিক চাঁদ পাড়ার আলম নুরের পুত্র বক্কর ও একই ইউনিয়নের নয়া পড়ার আক্তার হোসাইনের পুত্র ইউচুপ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে তিন জেলে পরিবারের সদস্যের হাতে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অনুদানের অর্থ তুলে দেন চেয়ারম্যান।

আর্থিক অনুদান প্রদান করে দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ নিহত বাক প্রতিবন্ধী মো: শাহরিয়ার (২২) এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই-সাথে নিখোঁজ দুই-জেলেকে উদ্ধারে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। এসময় তিনি আরও বলেন, যে কোন দুর্যোগে দক্ষিণ ধূরুং বাসীর পাশে ছিলেন, আছে এবং সামনেও থাকবে।

এসময় নিহত ও নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পেয়ে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বর রাতে দুর্ঘটনা বশত জালের মুখে পড়ে নৌকাসহ জালের ভিতর ঢুকে যায়। অনেক চেষ্টার পর তিন জেলে কোন মতে রক্ষা পেলেও অন্য তিন জেলে জালসহ নিখোঁজ হয়ে যায়। পরে,ধলঘাটার একটি ট্রলার জেলেদের উদ্ধার করেন।