বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে
ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী
বিতরণ করেছেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন।
দেশের এই চরম দুর্যোগের মধ্যে মানবিক দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন লকডাউনে
থাকা কোতোয়ালী থানাধীন প্রত্যেক ওয়ার্ডের মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের দলীয়
নেতাকর্মী, গরীব ও নিম্নমধ্যবিত্ত ১৫০০ পরিবারের মাঝে নিজ তহবিল থেকে
খাদ্য ও সেহেরী সামগ্রী বিতরন করেন। এছাড়া তিনি হতদরিদ্র দিনমজুর,
কর্মহীন শ্রমিক ও রিক্সাচালকদের ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেন।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির
সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশে তিনি নিরবে সাধারন মানুষকে সহায়তা
দেয়া অব্যাহত রেখেছেন।
এই কর্মসূচীর অংশ হিসেবে আজ ৭ মে বৃহস্পতিবার দুপুরে ফিরিঙ্গী বাজার
ওয়াড়র্ের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী হস্তান্তর
করেন।
খাদ্যসামগ্রী বিতরনকালে জাকির হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের
প্রভাবে সারাদেশ এখন
ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারি সাধারণ ছুটির কারণে দেশের প্রতিটি
সেক্টরের মানুষ আজ দিশেহারা। তাদের খাদ্য ঘাটতি, আর্থিক সংকট সবকিছুর
সমিকরণ উল্টো হয়ে যাচ্ছে। তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীর প্রথম
থেকেই চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠন নিজস্ব অর্থায়নে গরীব অসহায় মানুষের
পাশে অবস্থান নিয়েছে। ব্যক্তিগত পক্ষ থেকে তাদের খাদ্য ও আর্থিক সহায়তা
দিয়ে আসছে।
তিনি বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাড়ালেও
ভোট চুরি করে ক্ষমতায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গরীব মানুষের
জন্য বরাদ্দকৃত চাল ডালসহ ত্রাণ সামগ্রী আত্মসাত করছে। আওয়ামীলীগের কাছ
থেকে ভাল কিছু জাতি আশা করে না। তাই তিনি সমাজের বিত্তশালী
ধনীব্যক্তিদেরকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
এই সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক
হামিদ হোসাইন, কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া,
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী
সাদেকুর রহমান রিপন, সহ-সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন
মির্জা, আবদুর রাজ্জাক, রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আবু নাসের সাজ্জাদ,
মোঃ মিয়া, মেজবাহ উদ্দীন মিন্টু, ইকবাল শরিফ, মোঃ ওয়াসিম, ইমরান সিদ্দিক
জেকসন, আইনুল ইসলাম জুয়েল, জাহেদুল ইসলাম সোহেল, আরিফ সোহেল, কুতুব
উদ্দীন মুন্না প্রমূখ।