‘সকল শহীদানদের রক্তের অঙ্গীকারে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে’

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদ আয়োজিত ২ দিন ব্যাপী কর্মসূচী সমাপনী অনুষ্ঠান ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন-সাংবাদিক বেলায়েত হোসেন, আলোচনা পর্বের প্রধান অতিথি ও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সংগঠক রহমান হাবিব, একে,এম শামশুদ্দিন, ইতিহাস চর্চাকেন্দ্রের পরিচালক সোহেল মোঃ ফখরুদ্দীন, সংগঠক মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, কে.কে বাবুল, অমলেন্দু রাহা, ইমরান হোসেন মিটু, দিবান্ত জয় বিশ্বাস প্রমুখ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-সন্দীপনার সহ সভাপতি মোহাম্মদ হোসেন।

সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে.দাশ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে সম্মানিত আরও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, গীতা রানী বিশ্বাস, অধ্যাপক আবু ইউসুফ, মাসুম আক্তার, এমরান হোসেন মিটু, প্রকৌশলী অনিত কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ভূঞা, সংগঠক মিলন কান্তি রুদ্র। ফরহাদ উল্লাহ, আইটি এক্সপার্ট ধনঞ্জয় শর্মা, আখি বিশ্বাস, দিতি বিশ্বাস, শিক্ষক মোঃ ফারুক, সাংস্কৃতিক বিশ্লেষক সজল চৌধুরী, বীথি রানী সিংহ, শিল্পী শর্মা,জিতু শর্মা, শিল্পী সমীর চন্দ্র সেন, রাকেশ চৌধুরী, আবদুল নেওয়াজ শাহেদ, জবা দাশ, সংগঠক প্রনব রাজ বড়ুয়া, সাংবাদিক মুকুল সিকদার, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংগীত,আবৃত্তি পরিবেশন করেন- বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, শিল্পী বৃষ্টি দাশ, জীবন তাঁতী, শিক্ষিকা তাহেরা খাতুন, মোপলেস সভাপতি সজল দাশ, নিবেদিতা আচার্য, জ্যোতি শর্মা, পম্পি দাশ, দিপা দাশ, জবা দাশ, আঁখি আকতার, প্রমুখ।