কক্সবাজারের উখিয়ায় সংস্কৃতির শান্তি, শিশু অধিকার, ও সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা পরিষদ হল রুম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এ সভার আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন, চাইল্ড সেফটি নেট প্রজেক্টের ম্যানেজার ফ্রান্সিস মণ্ডল। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, ওয়ার্ল্ড ভিশনের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার, মিতু সরকার পাপিয়া, মাইকেল মন্ডল, উপজেলা কোর্ডিনেটর ছোটন বড়ুয়া ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ আলোচনায় অংশ নেন।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন বন্ধ ও সমাজে ক্ষতিকর প্রভাব এবং সমাধান বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার নিশ্চিতে বৈষম্য দূরীকরণ, বাল্য বিবাহ রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজনের কথা তুলে ধরা হয়।
সভায় সরকারিক কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক, ধর্মীয় লিডার, এনজিও প্রতিনিধি, , ভিসিডি লিটার, শিক্ষক, সমাজের গন্যমান ব্যাক্তিগন, অভিভাবক, ইয়ুথ ফোরাম ও চাইল্ড ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।