বন্দর-ইপিজেড-পতেঙ্গার বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিদের সমন্বয় সভা

প্রেসবিজ্ঞপ্তীঃ
নগরীর ইপিজেডস্থ বন্দরটিলা একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে”বন্দর-ইপিজেড ওপতেঙ্গায় পেশাজীবী-সাংবাদিক,সামাজিক-সংগঠক প্রতিনিধিদের সমন্বয় সভা ৭মে বৃহস্পতিবার বিকেল ৩টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও হাসান বিশ্বাসের সঞ্চালনায়ে অনুষ্ঠিত.হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চিটাগং ডেইলীর সিনিয়র রিপোটার ও প্রেস কাউন্সিল সদস্য মুঃবাবুল হোসেন বাবলা, প্রধান বক্তা ছিলেন-দ্যা নিউ নেশন,নবচেতনার সাংবাদিক আমিনুল হক শাহিন,বিশেষ অ তিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফ্ফসল সাংবাদিক ফোরাম জেলা সভাপতি কে.এম রুবেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক সংগঠক-মাইনুল ইসলাম, হাজী আব্দুল হালিম,বিশ্ব মানচিত্র পত্রিকার সহ-সম্পাদক মোঃবেলাল হোসেন,মোঃ ফারুখ নাছির।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার রিপন,জাহিদ হোসেন,এমদাদ হোসেন,মুসলেহ উদ্দিন বাহার,মোঃনাছির,মোস্তাফিজুর রহমান, শাহিন আলম সহ স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মহানগর এলাকা সহ পেশাজীবী-সাংবাদিক,সামাজিক-সংগঠক প্রতিনিধিদের সমন্বয় করে গণমাধ্যম কর্মীদের সরকারী সহায়তা,সামাজিক নিরাপত্তা,সেবামূলক কাজে সরঞ্জাম প্রদান সহ প্রাপ্ত মর্যাদা এবং যতাযথ মূল্যায়ন করার দাবি জানান।
বৈশ্বিক মহামারি করোনা তে তৃণমূল সহ মহানগরের বিভিন্ন এলাকায় ঘরবন্ধি পেশাজীবীদের সহায়তা ওসরকারী সাহার্য্য পৌছে দিতে স্ব-স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধিদের প্রতি অনরোধ জানান।
পরিশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন হয় ।