সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এ মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানে নওফেলের জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি টাকার প্রমাণ পাওয়া গেছে।

দুদক তার মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ৯৭ কোটি টাকা সন্দেহজনকভাবে উত্তোলন ও স্থানান্তরের প্রমাণ পেয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

এ কারণে মানিলন্ডারিং আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে সাবেক শিক্ষামন্ত্রী বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এছাড়া, তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।