দেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে অভিযাত্রিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী পি.পি.ই এবং স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করা হয়।
গতকাল ৭মে বৃহস্পতিবার বিকেলে অভিযাত্রিক ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহান মোরশেদ খান উপহার সামগ্রীগুলো হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়াকে হস্তান্তর করেন। এসময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক- সাংবাদিক শওকত বাঙালি ,স্থানীয় সংগঠন দুর্বার এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফাহিম শাহরিয়ার, সাপ্তাহিক অণুবীক্ষণের গাড়ি চালক মোঃ দুলাল উপস্থিত ছিলেন।
ফিল্ড হাসপাতাল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সি.এফ.এইচ এর পাশে থাকবেন বলে জানান অভিযাত্রিক ফাউন্ডেশন।